ধর্মনগর (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : বাইক ফাইন্যান্সের টাকা আদায়ের নামে এক ব্যক্তির কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরে। ধৃতরা হল ধর্মনগরের বাসিন্দা অভিরূপ চৌধুরী এবং কৈলাসহরের বাসিন্দা অভিজিৎ দে।
শনিবার স্থানীয়রা ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলে এবং বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি সম্পর্কে কথা বলতে গিয়ে কৈলাসহর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।আটককৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হবে।
প্রতারিত বাইকের মালিক জানিয়েছেন, অত্যন্ত সুকৌশলে অভিরূপ চৌধুরী এবং অভিজিৎ দে বাইকের কিস্তি আদায়ের নামে তার কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি তার বাইকটি সিজ করার হুমকি ধমকিও দেওয়া হয়। তাকে মানসিকভাবে প্রচন্ড হেনস্থাও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ