ফতেহপুর, ১৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের ফতেহপুর জেলার হাতগাঁও থানা এলাকায় এক প্রৌঢ় খুনের রহস্যর কিনারা করল পুলিশ। শনিবার এক পুলিশ আধিকারিক জানান, গত ১১ মার্চ ইরাদতপুর ধামি গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে রামবরন সিং (৫০)-কে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার তদন্তে পুলিশ একটি বিশেষ দল গঠন করে।
এক পুলিশ আধিকারিক জানান, তদন্তে মৃতের ছোট ভাই শিববরন সিং ও পুরওয়া গ্রামের লাল সিং-কে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুনে ব্যবহৃত কুঠার উদ্ধার করা হয়।
পুলিশি জেরায় ধৃত শিববরন জানিয়েছে, নিহত রামবরন ছিলেন অবিবাহিত এবং গ্রামের এক প্রতিবেশীর বাড়িতে খাবার খেতেন। শিববরনের সন্দেহ হয়, রামবরন তাঁর সম্পত্তি প্রতিবেশীর নামে লিখে দিতে পারেন। সেই সন্দেহেই সে তার আত্মীয় লাল সিং-এর সঙ্গে ষড়যন্ত্র করে। ঘটনার রাতে যখন রামবরন ঘুমাতে যান, তখন তাঁর মাথায় কুঠার দিয়ে আঘাত করে খুন করা হয়। পরে মৃতদেহ টেনে নিয়ে গিয়ে টিউবওয়েলের পাশে লুকিয়ে রাখা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য