দুর্গাপুর, ১৫ মার্চ (হি.স.) : বিয়েবাড়িতে পছন্দের গান বাজানো নিয়ে বরযাত্রীদের রোষে প্রাণ গেছে আতীশ বেদ (১৮) নামে এক যুবকের। শনিবার দুর্গাপুর আদালতের সামনে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভে সামিল হলেন মৃতের পরিবারের সদস্যরা। স্বজন হারানোর শোকে ভেঙে পড়লেন আতীশের মা ও স্ত্রী।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দুর্গাপুরের ভ্যাম্বে কলোনিতে একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানে পছন্দের গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন তাণ্ডব চালায় বলে অভিযোগ। ওই সময় বরযাত্রীদের হামলায় প্রাণ হারান আতীশ বেদ। আতীশের বাড়ি পান্ডবেশ্বরের বাঙাল পাড়ায়। আতীশের পরিবারের অভিযোগ, বরযাত্রীরা তাকে খুন করেছে।
ঘটনায় অক্ষয় পাসি, আনোখা ওরফে টাকলা পাশওয়ান (কুলটির বাসিন্দা), বিকি পাশওয়ান ও শিবা পাসি (ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা) এই ৪জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার অভিযুক্তদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। মৃত আতীশের পরিবার ও আত্মীয়স্বজন শনিবার দুর্গাপুর আদালতের সামনে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করেন। হাতে প্ল্যাকার্ড ও আতীশের ছবি নিয়ে রাস্তার ওপর বসে পড়ে মৃতের পরিবারের সদস্যরা।
আতীশের স্ত্রী মোহিনী বেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী ছাড়া আমার আপন কেউ নেই। তাকে কী অপরাধে গুলি করে খুন করা হল? আমি অভিযুক্তদের ফাঁসি চাই। আতীশের মা প্রমিলা বেদ বলেন, মামার বাড়িতে বিয়ের ভোজ খেতে গিয়েছিল আমার ছেলে, আর সেই খুশির মধ্যে এমন মর্মান্তিক ঘটনা ঘটল। অভিযুক্তদের কঠোরতম শাস্তি চাই। ঘটনাস্থলে দুর্গাপুর সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা