চন্ডীপুর বিধানসভায় বিভিন্ন পরিকাঠামো গড়ে তুলতে মন্ত্রী টিংকু রায়ের পরিদর্শন
কৈলাসহর (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার চন্ডীপুর বিধানসভার অন্তর্গত ধনবিলাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় গ্যালারি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের সুবিধার্থে এই প্রকল্পের
মন্ত্রী টিংকু রায়ের পরিদর্শন


কৈলাসহর (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার চন্ডীপুর বিধানসভার অন্তর্গত ধনবিলাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় গ্যালারি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের সুবিধার্থে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম। মাঠের পরিকাঠামো উন্নয়ন তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং প্রতিযোগিতামূলক ক্রীড়ার মানোন্নয়ন ঘটাবে।

ক্রীড়া মন্ত্রী টিংকু রায় উল্লেখ করেছেন যে, গ্যালারি নির্মাণের ফলে শুধুমাত্র মাঠের সৌন্দর্য বৃদ্ধি পাবে না, বরং খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে। এটি স্থানীয় ক্রীড়া প্রতিভাদের উপযুক্ত পরিবেশে গড়ে তুলতে সাহায্য করবে।

অন্যদিকে, মন্ত্রী টিংকু রায় পঞ্চমনগর মাইলোঙ ভিলেজ কাউন্সিল এলাকায় ওপেন মার্কেট শেডসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য স্থান পরিদর্শন করেন। এই প্রকল্পগুলও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে, ওপেন মার্কেট শেড তৈরি হলে কৃষক ও ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন, যা তাদের আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই প্রকল্পগুলো এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ক্রীড়া এবং অর্থনৈতিক পরিকাঠামোতে সরকারি হস্তক্ষেপ এলাকার তরুণদের কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহসহ অন্যান্য প্রশাসনিক ও দলীয় প্রতিনিধিরা। তাদের উপস্থিতি এই উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করে।

মাঠের গ্যালারি নির্মাণ তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা জোগাবে। আর ওপেন মার্কেট শেড অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে মনে করছেন স্থানীয়রা। সরকারের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে চন্ডীপুরের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে বলে মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande