নদিয়ায় শাশুড়িকে কোপ মারার অভিযোগ বউমার বিরুদ্ধে
নদিয়া, ১৫ মার্চ (হি.স.): বউমার হাতে রক্তাক্ত শাশুড়ি। ধারালো অস্ত্র দিয়ে কোপ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শনিবার সকালে নদিয়ার নবগ্রামের বাসিন্দা এক বৃদ্ধা স্নান করতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎ তাঁর বউমা বৃদ্ধার উপর চ
নদিয়ায় শাশুড়িকে কোপ মারার অভিযোগ বউমার বিরুদ্ধে


নদিয়া, ১৫ মার্চ (হি.স.): বউমার হাতে রক্তাক্ত শাশুড়ি। ধারালো অস্ত্র দিয়ে কোপ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার সকালে নদিয়ার নবগ্রামের বাসিন্দা এক বৃদ্ধা স্নান করতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎ তাঁর বউমা বৃদ্ধার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধা। তাঁর চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। দেখতে পান জখম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে বৃদ্ধা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande