বাঁকুড়ায় বিজেপির দেওয়াল লিখনে হিন্দু ঐক্যের ডাক, শুরু রাজনৈতিক চর্চা
বাঁকুড়া, ১৫ মার্চ (হি.স.) : রাজ্যের শাসকদলের সংখ্যালঘু তোষণের প্রতিবাদে বিজেপি হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়ে দেওয়াল লিখন শুরু করেছে। ‘হিন্দু-হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি সরকার চাই’— এই স্লোগানকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চ
হিন্দুদের   এক জোট হওয়ার আহ্বান জানিয়ে বিজেপির দেওয়াল লিখন বাঁকুড়ায়


বাঁকুড়া, ১৫ মার্চ (হি.স.) : রাজ্যের শাসকদলের সংখ্যালঘু তোষণের প্রতিবাদে বিজেপি হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়ে দেওয়াল লিখন শুরু করেছে। ‘হিন্দু-হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি সরকার চাই’— এই স্লোগানকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

বিজেপির দেওয়াল লিখন স্পষ্ট করছে যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিন্দুত্বের ইস্যুতে তারা জোর দিতে চলেছে। ইতিমধ্যেই বাঁকুড়া এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এমন প্রচার দেখা গিয়েছে। গ্রামে গ্রামে হিন্দু ঐক্যের বার্তা দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি কর্মীরা।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের পরেও বেশ কিছু জায়গায় তাদের অবস্থান দুর্বল হয়েছে। এই পরিস্থিতিতে ২০২৬ সালের নির্বাচনে নিজেদের জমি পুনরুদ্ধারে মরিয়া বিজেপি।

অন্যদিকে, বিজেপির এই প্রচারকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বামেরা। তৃণমূলের বক্তব্য, প্রচারে আসতেই বিজেপি এমন কাজ করছে। বামেদের দাবি, ধর্মীয় রাজনীতি করে বিজেপি ও তৃণমূল দু’টি দলই ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তৃণমূল ইতিমধ্যেই ভোটার তালিকা বিশুদ্ধকরণের কাজে নেমেছে এবং নতুন ভোটারদের কাছে পৌঁছাতে তৎপর। বিজেপিও শীঘ্রই ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করবে বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande