শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.): শনিবার আবারও নতুন করে তুষারপাতের সাক্ষী হল কাশ্মীর উপত্যকা। শনিবার সকাল থেকে পুলওয়ামা, শোপিয়ান-সহ কাশ্মীরের নানা প্রান্তে তুষারপাত হয়েছে। তুষারপাতের পর কাশ্মীরের সৌন্দর্য্য আরও বেড়েছে। পাহাড়, রাস্তাঘাট সব কিছু বরফের চাদরে ঢাকা পড়েছে।
শোপিয়ান জেলায় নতুন করে তুষারপাত হওয়ায় কৃষকরাও স্বস্তি পেয়েছেন, শুকিয়ে যাওয়া জলাশয়ে জল জমেছে। উদ্যানপালনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত শোপিয়ান, বেশিরভাগ স্থানীয় বাসিন্দা এই শিল্পের উপর নির্ভরশীল। এই তুষারপাত কৃষিকাজে লাভবান হবে এবং প্রয়োজনীয় জলের উৎস পুনরুদ্ধার করবে বলে আশা করা হচ্ছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, চলমান তুষারপাত অত্যন্ত উপকারী হবে এবং নদীতে জলস্তর বেড়েছে, যা আগে কম ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ