উত্তরকাশি, ১৫ মার্চ (হি.স.): নতুন করে আবারও তুষারপাত হল উত্তরাখণ্ডের উত্তরকাশিতে। একইসঙ্গে বৃষ্টিও হয়েছে নানা অংশে। শনিবার উত্তরকাশি জেলার নিম্নাঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে, অন্যদিকে মুখোয়া, হরসিল এবং ধরালির মতো উঁচু এলাকায় হালকা তুষারপাত হয়েছে। তুষারপাত এতটাই হয়েছে যে, গঙ্গোত্রী ধামে এক ফুট বরফ জমে গিয়েছে এবং তুষারপাত অব্যাহত রয়েছে। চাগতকের কাছে হিমবাহ ধসের কারণে গঙ্গোত্রী জাতীয় সড়ক বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ