পুরী, ১৫ মার্চ (হি.স.): পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন প্রবীণ অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। শনিবার সকালে জগন্নাথ মন্দিরে আসেন হেমা, তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্রও। যথোচিত ধর্মীয় মর্যাদায় জগন্নাথ দেবের পূজার্চনা করেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী।
পুজো দেওয়ার পর হেমা মালিনী বলেছেন, জগন্নাথ পুরীতে হোলি উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ওড়িশা সরকার, জনগণ এবং সম্বিত পাত্রকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ