ট্রমা সেন্টারে রোগীর মৃত্যু ঘিরে হট্টগোল, নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি
ফিরোজাবাদ, ১৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের ফিরোজাবাদের সরকারি ট্রমা সেন্টারে শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিজনেরা উত্তেজিত হয়ে ওঠে। চিকিৎসক ও কর্মীদের অবহেলার অভিযোগ তুলে তাঁরা হাসপাতালের ভেতরে ভাঙচুর চালায়। এরই প্রতিবাদে শন
ট্রমা সেন্টারে রোগীর মৃত্যু ঘিরে হট্টগোল, নিরাপত্তার দাবিতে চিকিৎসক ও কর্মীদের কর্মবিরতি


ফিরোজাবাদ, ১৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের ফিরোজাবাদের সরকারি ট্রমা সেন্টারে শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিজনেরা উত্তেজিত হয়ে ওঠে। চিকিৎসক ও কর্মীদের অবহেলার অভিযোগ তুলে তাঁরা হাসপাতালের ভেতরে ভাঙচুর চালায়। এরই প্রতিবাদে শনিবার চিকিৎসক ও কর্মীরা নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে যান।

জানা গেছে, ফিরোজাবাদের অন্তর্গত লাইনপার এলাকার বাসিন্দা দীনেশ কুমার (৩৫) অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে তাঁকে ফিরোজাবাদ ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকদের দাবি, চিকিৎসার পর পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি নিয়ে যান। কিছুক্ষণ পরে ফের দীনেশের অবস্থার অবনতি হলে তাঁরা আবার হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই মৃতের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন এবং হাসপাতালে ভাঙচুর চালান। কর্মীরা কোনওরকমে নিজেদের রক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করে। এই ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও কর্মীরা শনিবার নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেন, যার ফলে জরুরি পরিষেবা ব্যাহত হয়। খবর পেয়ে সিএমএস ডাঃ নবীন জৈন ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক ও কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিএমএস ডাঃ নবীন জানান, রোগীর মৃত্যুর পর আত্মীয়রা হাসপাতালের ভেতরে ভাঙচুর চালায়, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande