ঝাড়খণ্ডের গিরিডির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, দাবি পুলিশের
গিরিডি, ১৫ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের গিরিডির পরস্থিতি এখন নিয়ন্ত্রণে, এমনটাই দাবি করল পুলিশ। তবে, এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, আর তাই মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। শুক্রবার হোলির শোভাযাত্রাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে গির
ঝাড়খণ্ডের গিরিডির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, দাবি পুলিশের


গিরিডি, ১৫ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের গিরিডির পরস্থিতি এখন নিয়ন্ত্রণে, এমনটাই দাবি করল পুলিশ। তবে, এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, আর তাই মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। শুক্রবার হোলির শোভাযাত্রাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে গিরিডিতে। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে।

শনিবার সকালে খোরিমাহুয়া সাব-ডিভিশনাল পুলিশ অফিসার রাজেন্দ্র প্রসাদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে...আমরা কারওর আহত হওয়ার কোনও তথ্য পাইনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। খোরিমাহুয়া সাব ডিভিশনের এসডিএম অনিমেষ রঞ্জন বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ। গতকাল, ম্যাজিস্ট্রেট এবং বাহিনী এখানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা প্রশাসক স্মিতা কুমারী বলেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande