নওয়াদায় জমি বিবাদের জের, যুবককে গুলি
নওয়াদা, ১৫ মার্চ (হি.স.) : বিহারের নওয়াদা জেলার নারদীগঞ্জ থানার অন্তর্গত চরনচাতার গ্রামে শনিবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে লক্ষ্য করে গুলি চালালো গ্রামেরই কয়েকজন যুবক। গুলিতে ওই যুবক গুরুতরভাবে আহত হন। আহত যুবকের বাবা জানান , গ্রামেরই
রাঁচিতে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা'র  অভিযোগ


নওয়াদা, ১৫ মার্চ (হি.স.) : বিহারের নওয়াদা জেলার নারদীগঞ্জ থানার অন্তর্গত চরনচাতার গ্রামে শনিবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে লক্ষ্য করে গুলি চালালো গ্রামেরই কয়েকজন যুবক। গুলিতে ওই যুবক গুরুতরভাবে আহত হন।

আহত যুবকের বাবা জানান , গ্রামেরই ৪ যুবক তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি চালায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত যুবককে নওয়াদা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাটনায় স্থানান্তর করা হয়।

এক পুলিশ আধিকারিক জানান , জমি বিবাদের জেরে যুবকটিকে গুলি করা হয়েছে। কমলেশ কুমার (২২) নামে ওই যুবককে গ্রামেরই কয়েকজন যুবক গুলি করে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande