একদল ছাত্র-জনতার হাতে অবরুদ্ধ বাংলাদেশের প্রাক্তন সাংসদ এবং হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক (ডা.) পিজি দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত
একদল ছাত্র-জনতার হাতে অবরুদ্ধ বাংলাদেশের প্রাক্তন সাংসদ এবং হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক (ডা.) পিজি দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত
ছাত্র-জনতার হাতে অবরুদ্ধ শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার চিকিৎসক-মেয়ে


ঢাকা, ১৬ মাৰ্চ (হি.স.) : বাংলাদেশ আওয়ামি লিগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক (ডা.) প্রাণগোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করেছে একদল ছাত্র-জনতা।

আজ রবিবার সকালে ডা. অনিন্দিতা দত্তকে আটক করতে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্যানসার ভবন অবরোধ করেছেন একদল ছাত্রজনতা। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাঁকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।

এ প্রসঙ্গে শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা সকাল সাতটার দিকে তথ্য পেয়েছি, প্রাণগোপালের মেয়ে অফিসে এসেছেন। তাঁর বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসে তাঁকে অবরুদ্ধ করেছি। আমরা তাঁকে অবরুদ্ধ করে রুমেই রেখেছি। ঘটনাটি আমরা শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তাঁরা এসে বাকি যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ডা.) শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande