ওয়াশিংটন, ৬ মে (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থন করার জন্য আমেরিকা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এমনটাই জানালেন আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টিটিভের স্পিকার মাইক জনসন। গতকাল (সোমবার) কংগ্রেসনাল ব্রিফিংয়ে তিনি ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বলে অভিহিত করেছেন।
তিনি ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সম্পর্কেও কথা বলেছেন এবং আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভালোভাবে কার্যকর হবে। তিনি বলেন, পহেলগাম সন্ত্রাসী হামলার পর ট্রাম্প প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি সমর্থন প্রকাশ করেছে, যেখানে ২৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ