ওয়াশিংটন, ৯ মে (হি.স.): ভারত অথবা পাকিস্তানকে অস্ত্র নামানোর কথা বলতে পারে না আমেরিকা। এমনটাই মন্তব্য করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। তাঁর কথায়, “আমরা দু’পক্ষকে শান্ত থাকতে অনুরোধ করতে পারি। কিন্তু দুই দেশ যদি যুদ্ধে জড়ায় তাহলে আমেরিকার কিছু যায় আসে না। এই পরিস্থিতি আমেরিকার নিয়ন্ত্রণে নেই।
একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জে ডি ভান্স আরও বলেন, ভারত অথবা পাকিস্তান কাউকেই আমরা অস্ত্র ব্যবহারে বারণ করতে পারি না। তবে আমরা বারবার বলব আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে নিতে, যেন যুদ্ধ না বাঁধে। ভারত ও পাকিস্তানের ঠাণ্ডা মাথায় কাজ করা উচিত, যাতে পারমাণবিক যুদ্ধে পরিণত না হয় এবং যদি এমনটা হয় তাহলে বিপর্যয়কর হবে, কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি না যে এমনটা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ভারতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা করে পাকিস্তান। জম্মু-কাশ্মীর, রাজস্থান ও পঞ্জাবের সীমান্তবর্তী এলাকাগুলিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে আসতে থাকে। কিন্তু ভারতের এস-৪০০ সুদর্শন চক্রের সামনে টিকতে পারেনি পাকিস্তানের কোনও অস্ত্রই। পাল্টা প্রত্য়াঘাত হানে ভারতও।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ