রিয়াদ, ১৬ মার্চ (হি.স.): ৬ হাজার কোটি টাকার লিগ আনছে সৌদি আরব। এই লিগ চালু হলে বিশ্ব ক্রিকেটে এক নতুন দিগন্তের উন্মোচন করবে সৌদি আরব। এই লিগের ধারণাটি এসেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও প্লেয়ার ম্যানেজার নিল ম্যাক্সওয়েলের কাছ থেকে।
আজ অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই লিগটি টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মতো হবে এবং এতে আটটি দল চারটি ভিন্ন ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ছেলেদের এবং মেয়েদের উভয় বিভাগেই টুর্নামেন্টটি হবে। ফাইনাল হবে সৌদিতে। এতে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ও সৌদি ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি