সৌদি লিগ: রোনাল্ডোদের হারাল বেনজেমারা
রিয়াদ, ৮ মে(হি.স.) : সৌদি প্রো লিগে বুধবার মুখোমুখি হয়েছিল করিম বেনজেমার দল আল ইতিহাদ এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসর। প্রাক্তন এই দুই সতীর্থদের দারুণ এক লড়াইয়ে জিতলেন বেনজামারা। প্রথমে দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে আল ইতিহাদের কাছে গোল খেয়
সৌদি লিগ: রোনাল্ডোদের হারাল বেনজেমারা


রিয়াদ, ৮ মে(হি.স.) : সৌদি প্রো লিগে বুধবার মুখোমুখি হয়েছিল করিম বেনজেমার দল আল ইতিহাদ এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসর। প্রাক্তন এই দুই সতীর্থদের দারুণ এক লড়াইয়ে জিতলেন বেনজামারা। প্রথমে দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে আল ইতিহাদের কাছে গোল খেয়ে হেরেছে আল নাসর।

রিয়াদের আল-আউয়াল পার্কে আল নাসরের শুরুটা ভালো হয়েছিল। ম্যাচের তৃতীয় মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। ৩৭তম মিনিটে আয়মান ইয়াহিয়া আল নাসরের হয়ে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধের বদলে যায় আল ইতিহাদ। ৪৯ মিনিটে হেড করে বেনজেমা একটি গোল শোধ দেন। তার দুই মিনিট পরই আবারও গোল পায় ইতিহাদ। গোল করেন কন্তে। এরপর দুই দলই বেশ কিছু আক্রমণ করে ব্যর্থ হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন আল ইতিহাদের আলজেরিয়ান হুসেম।

এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল কারিম বেনজেমার দল। ৩০ ম্যাচে আল ইতিহাদের পয়েন্ট ৭১। তাদের সামনে এখন ডাবলের হাতছানি। কিংস কাপের ফাইনালেও উঠেছে দলটি। অপরদিকে এই ম্যাচ হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল রোনাল্ডোর দল আল নাসর। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande