সাংহাই, ৯ মে(হি.স.) : শুক্রবার সাংহাইতে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ২-এ ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে দীপিকা কুমারী এবং পার্থ সালুঙ্কে তাদের জায়গা নিশ্চিত করেছেন। প্রথম রাউন্ডে শুট-অফে পার্থ প্রাক্তন অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন তুর্কিয়ের মেটে গাজোজকে পরাজিত করেন। পার্থ তৃতীয় রাউন্ডে কোরিয়ার কিম জে দেওককে পরাজিত করেন, যিনি তিনবারের টিম ইভেন্টে অলিম্পিক স্বর্ণপদক জয়ী।
রবিবার সেমিফাইনালে তিনি বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন আরেক কোরিয়ান কিম উজিনের বিরুদ্ধে খেলবেন।
অলিম্পিয়ান দীপিকা কোয়ার্টার ফাইনালে প্যারিস অলিম্পিকে টিম ইভেন্টে রৌপ্যপদক জয়ী চীনের লি জিয়ামানকে ৬-২ ব্যবধানে পরাজিত করেন। পার্থের মতো, দীপিকাও রবিবারের শেষ চারের লড়াইয়ে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন - কোরিয়ার লিম সিহিয়নের মুখোমুখি হবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি