বৃহস্পতিবার পিবিকেএস বনাম ডিসি আইপিএলের মুখোমুখি লড়াই
কলকাতা, ৮ মে(হি.স.) : বৃহস্পতিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) মুখোমুখি হবে পঞ্জাব কিংস (পিবিকেএস)। টুর্নামেন্টে তাদের হেড-টু-হেড রেকর্ডের এক ঝলক: আইপিএলে পিবিকেএস বনাম ডিসি হে
পিবিকেএস বনাম ডিসি আইপিএলের মুখোমুখি লড়াই আজ: দেখে নিন দুটি দলের হেড টু হেড পরিসংখ্যান


কলকাতা, ৮ মে(হি.স.) : বৃহস্পতিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) মুখোমুখি হবে পঞ্জাব কিংস (পিবিকেএস)। টুর্নামেন্টে তাদের হেড-টু-হেড রেকর্ডের এক ঝলক:

আইপিএলে পিবিকেএস বনাম ডিসি হেড-টু-হেড রেকর্ড:

খেলা ম্যাচ: ৩৩টি

পঞ্জাব কিংস জিতেছে: ১৭টি

দিল্লি ক্যাপিটালস জিতেছে: ১৫টি

টাই: ১টি

শেষ ফলাফল : পিবিকেএস ৪ উইকেটে জয়ী (মার্চ, ২০২৪)

আইপিএলে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পিবিকেএস বনাম ডিসি হেড-টু-হেড রেকর্ড:

খেলা ম্যাচ : ৪টি

পঞ্জাব কিংস জিতেছে : ২টি

দিল্লি ক্যাপিটালস জিতেছে : ২টি

শেষ ফলাফল : ডিসি ১৫ রানে জয়ী (মে, ২০২৩)

আইপিএলে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পিবিকেএস রেকর্ড :

খেলা ম্যাচ : ১৪টি

জিতেছে : ৬টি

হার : ৮টি

সর্বোচ্চ স্কোর : আরসিবি বনাম পিবিকেএস-এর ২৪১/৭ (মে, ২০২৪)

সর্বনিম্ন স্কোর : পিবিকেএস বনাম ডেকান চার্জার্সের ১১৬/১০ (মে, ২০১১)

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande