হিন্দুত্ব ভারতের আত্মা, বিজেপি তা নির্বাচনের সঙ্গে যুক্ত করে না : সুকান্ত মজুমদার
কলকাতা, ১৬ মার্চ (হি.স.): হিন্দুত্ব ভারতের আত্মা এবং বিজেপি তা নির্বাচনের সঙ্গে যুক্ত করে না। জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেছেন, নির্বাচনের
সুকান্ত মজুমদার


কলকাতা, ১৬ মার্চ (হি.স.): হিন্দুত্ব ভারতের আত্মা এবং বিজেপি তা নির্বাচনের সঙ্গে যুক্ত করে না। জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেছেন, নির্বাচনের সাথে হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। বিজেপি উন্নয়ন এবং অন্তর্ভুক্তির এজেন্ডা নিয়ে এগিয়ে চলেছে।

সুকান্ত মজুমদার আরও বলেছেন, আমরা যদি (পশ্চিমবঙ্গে) ক্ষমতায় আসি, তাহলে বাংলায় উন্নয়ন কীভাবে হবে, আমরা মহিলাদের কী দেব, এবং বাংলায় কতগুলি এইমস তৈরি করা উচিত, বিজেপি এই বিষয়গুলির উপর জোর দেবে এবং এই বিষয়গুলি নিয়েই নির্বাচন লড়বে। মানুষ বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande