বিশাখাপত্তনম, ১৭ মার্চ (হি.স.): অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি থেকে বিশাখাপত্তনম যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল একটি মালগাড়ি। সোমবার সকালে একটি একটি মালগাড়ি ভারী লোডিংয়ের কারণে গার্ডারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনাকাপল্লির কাছে রেল পরিষেবা বিঘ্নিত হয়।
রেল সূত্রের খবর, আনাকাপল্লি এবং বিশাখাপত্তনমের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে, ট্রেনগুলি বড় ধরনের কোনও বাধা ছাড়াই অন্য ট্র্যাক দিয়ে চলাচল করছে। পরে রেলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামত করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ