কলকাতা, ১৭ মার্চ (হি.স.): শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে সোমবার সকালে একাধিক অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বিহার থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃত যুবকের নাম হাসান শেখ।
তাকে জেরা করে জানা গিয়েছে, ৪২ বছর বয়সি ওই যুবক মালদার কালিয়াচক থানার অন্তর্গত নারায়ণপুরের বাসিন্দা। বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিল সে। তবে তাঁর কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, কেন সেগুলি কলকাতায় আনা হচ্ছিল, সে সব এখনও জানা যায়নি।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোর থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। সকাল সাড়ে ৫টা নাগাদ হাটেবাজারে এক্সপ্রেস শিয়ালদহে এসে থামতেই ট্রেন থেকে নামে হাসান। তাকে দেখে সন্দেহ হয় এসটিএফের তদন্তকারীদের। তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একে একে ৬টি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ