কলম্বো, ১৬ মার্চ(হি.স.): নতুন নজির গড়লেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দু'বার ছয় ছক্কা মারার রেকর্ডের মালিক এখন এই শ্রীলঙ্কান তারকা।
শনিবার রাতে এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটরে আফগানিস্তান পাঠানস দলের স্পিনার আয়ান খানের ওভারে ৬টি ছক্কা মারেন থিসারা। ম্যাচের শেষ ওভারে এই ঘটনাটি ঘটান শ্রীলঙ্কা লায়ন্সের এই অধিনায়ক।
এর আগে ২০২১ সালে লিস্ট-এ ক্রিকেটে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের জার্সিতেও থিসারা একই ভাবে ব্যাট হাতে ছটি ছক্কা মেরেছিলেন এক ওভারে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি