শ্রীনগর, ১৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় চলছে এই গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছে দুই থেকে তিন জঙ্গি। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দু’পক্ষে গুলির লড়াই।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ