চন্ডীগড়ে বাজল সাইরেন, বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ
চন্ডীগড়, ৯ মে (হি.স.): এয়ার সাইরেন বেজে উঠল চণ্ডীগড় এবং পঞ্জাবের পাটিয়ালায়। সম্ভাব্য হামলার আশঙ্কাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্ত যাদবের তরফে বাসিন্দাদের প্রত্যেককে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া
চন্ডীগড়ে বাজল সাইরেন, বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ


চন্ডীগড়, ৯ মে (হি.স.): এয়ার সাইরেন বেজে উঠল চণ্ডীগড় এবং পঞ্জাবের পাটিয়ালায়। সম্ভাব্য হামলার আশঙ্কাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্ত যাদবের তরফে বাসিন্দাদের প্রত্যেককে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বারান্দায় বেরোতেও নিষেধ করা হয়েছে।

নাগরিকদের সতর্ক থাকার কথা মনে করিয়ে দেওয়ার জন্য সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে চণ্ডীগড়ে এয়ার সাইরেন বাজানো হয়েছে। চণ্ডীগড়ের ডিসি বলেছেন, এয়ার ফোর্স স্টেশন থেকে সম্ভাব্য আক্রমণের সতর্কতা পাওয়া গেছে। সাইরেন বাজানো হচ্ছে। সকলকে ঘরের ভিতরে থাকতে এবং বারান্দা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande