নীতীশের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বিহারে ষড়যন্ত্র চলছে : গিরিরাজ সিং
বেগুসরাই, ৮ জুলাই (হি.স.): মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বিহারে ষড়যন্ত্র চলছে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি এও বলেছেন, বিহারে সন্ত্রাস ছড়িয়ে ও অপরাধ করে নীতীশ কুমারকে বদনাম করার জন্য এক
গিরিরাজ সিং


বেগুসরাই, ৮ জুলাই (হি.স.): মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বিহারে ষড়যন্ত্র চলছে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি এও বলেছেন, বিহারে সন্ত্রাস ছড়িয়ে ও অপরাধ করে নীতীশ কুমারকে বদনাম করার জন্য একটি ষড়যন্ত্র করা হচ্ছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, কিছু মানুষ নীতীশ কুমারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমনটা করছে এবং এটি প্রকাশ পেতে চলেছে। এটি একটি রাজনৈতিক চক্রের মাধ্যমে ঘটছে।

গিরিরাজের কথায়, যারা বলছিলেন এটা জঙ্গলের শাসন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লালু যাদবের শাসনকালে কী হত? অপরাধীরা মুখ্যমন্ত্রীর বাসভবনে সভা করত, আর এখন তেজস্বী যাদব নীতীশ কুমারকে বদনাম করার জন্য সংবাদ সম্মেলন করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande