৪০ শতাংশ দূষণের জন্য পরিবহন সেক্টর দায়ী : নীতিন গড়করি
নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): পরিবেশ ও পরিবেশের প্রতি পরিবহন বিভাগের দায়িত্ব বেশি, কারণ দেশের ৪০ শতাংশ দূষণ সরাসরি পরিবহন সেক্টরের সাথে সম্পর্কিত। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। মঙ্গলবার ফরিদাবাদ-নয়ডা আন্তর্জা
নীতিন গরকরি


নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): পরিবেশ ও পরিবেশের প্রতি পরিবহন বিভাগের দায়িত্ব বেশি, কারণ দেশের ৪০ শতাংশ দূষণ সরাসরি পরিবহন সেক্টরের সাথে সম্পর্কিত। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। মঙ্গলবার ফরিদাবাদ-নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর করিডোরে এক পেড় মা কে নাম ২.০-এর অধীনে বৃক্ষরোপণ অভিযানের সময় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে গড়করি বলেছেন, এক পেড় মা কে নাম ধরিত্রী মাতার প্রতি একটি কর্তব্যপরায়ণ উদ্যোগ এবং এটি নাগরিকদের একটি সাংস্কৃতিক ও নৈতিক দায়িত্বও। তিনি বাঁশ ব্যবহারের পক্ষেও কথা বলেন, এটিকে বহুমুখী ঘাস হিসেবে বর্ণনা করেন যা বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহার করা যেতে পারে। ভারতের অটোমোবাইল শিল্প জাপানকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই শিল্প প্রায় ৪.৫ কোটি যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং রপ্তানিতেও উল্লেখযোগ্য অবদান রেখেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande