নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): দক্ষিণ কলকাতার কসবায় সাউথ ক্যালকাটা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার হাতে রিপোর্ট তুলে দিল বিজেপির তথ্যানুসন্ধানী দল। মঙ্গলবার কলকাতায় আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের তদন্তের জন্য গঠিত দলের ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের কাছ থেকে রিপোর্ট গ্রহণ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন, এই রিপোর্ট পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তার প্রতি রাজ্য সরকারের উদ্বেগজনক অসংবেদনশীলতাকে প্রকাশ করে। সন্দেশখালি থেকে আরজি কর হাসপাতাল এবং এখন, অভিযুক্তদের নীরবতা, নিষ্ক্রিয়তা এবং সুরক্ষার ক্ষেত্রে একই চিত্র রয়ে গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ