যোধপুর, ৮ জুলাই (হি.স.): মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বাবা দৌলাল বৈষ্ণবের শেষকৃত্য সম্পন্ন হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা-সহ বহু মানুষ উপস্থিত ছিলেন শেষকৃত্যে।
উল্লেখ্য, মঙ্গলবার যোধপুরের এইমসে কেন্দ্রীয় মন্ত্রীর বাবা দৌলাল বৈষ্ণবের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৮ জুলাই সকাল ১১টা ৫২ মিনিটে এইমস যোধপুরে কেন্দ্রীয় রেলমন্ত্রীর বাবা দৌলাল বৈষ্ণবের মৃত্যু হয়েছে। অশ্বিনীর বাবার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ