মৌমাছি ঘুম কেড়ে নিল বিমানবন্দর ও দমকল কর্তাদের
সুরাট, ৮ জুলাই (হি.স.): একঝাঁক মৌমাছি কিভাবে ঘুম কেড়ে নিতে পারে, তার নমুনা সোমবার দেখা গেল সুরাট বিমানবন্দরে। মঙ্গলবারও কর্তৃপক্ষ বুঝে উঠতে পারেন নি, আশপাশে মৌচাক নেই, তাতেও এত মৌমাছি এলো কোথা থেকে! বিমানবন্দরে সুরাট থেকে জয়পুরগামী একটি বিমানে যাত্র
মৌমাছি ঘুম কেড়ে নিল বিমানবন্দর ও দমকল কর্তাদের


সুরাট, ৮ জুলাই (হি.স.): একঝাঁক মৌমাছি কিভাবে ঘুম কেড়ে নিতে পারে, তার নমুনা সোমবার দেখা গেল সুরাট বিমানবন্দরে। মঙ্গলবারও কর্তৃপক্ষ বুঝে উঠতে পারেন নি, আশপাশে মৌচাক নেই, তাতেও এত মৌমাছি এলো কোথা থেকে!

বিমানবন্দরে সুরাট থেকে জয়পুরগামী একটি বিমানে যাত্রীদের জিনিসপত্র তোলা হচ্ছিল। ওই সময় বিমানে চোখে পড়ে একঝাঁক মৌমাছি। কর্মীরা সে খবর জানান ওপরমহলে। ডাক পড়ে বিমানবন্দরের দমকলবাহিনীর। তারা জল ছিটিয়েও ওগুলিকে তাড়াতে ঘেমে নেয়ে ওঠেন তাঁরা। বেলা ৪টে ৪০ মিঃ-এ ইন্ডিগো-র বিমান ছাড়ার কথা ছিল। সেটি উড়ল আরও ৫০ মিঃ বাদে।

কর্তৃপক্ষ থেকে দমকলবাহিনী— সবারই এক কথা। মৌমাছির সঙ্গেও যে যুদ্ধ করতে হবে, কে ভাবতে পেরেছিল? মঙ্গলবারও সেখানে

মৌমাছির উৎসের তল্লাশি চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande