পূর্ণিয়ায় একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুতে ধৃত ৩, স্তম্ভিত টিটগাঁও গ্রাম
পূর্ণিয়া, ৮ জুলাই (হি.স.): বিহারের পূর্ণিয়া জেলায় একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ণিয়ার টিটগাঁও গ্রামে জাদুবিদ্যা/কালাজাদুর নামে একই পরিবারের পাঁচ সদস্যকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ; এই ঘটনায় ত
পূর্নিয়ায় একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুতে ধৃত ৩, স্তম্ভিত টিটগাঁও গ্রাম


পূর্ণিয়া, ৮ জুলাই (হি.স.): বিহারের পূর্ণিয়া জেলায় একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ণিয়ার টিটগাঁও গ্রামে জাদুবিদ্যা/কালাজাদুর নামে একই পরিবারের পাঁচ সদস্যকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ; এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত টিটগাঁও গ্রামের বাসিন্দারা।

টিটগাঁও গ্রামের স্থানীয় একজন বলেন, দেখে মনে হচ্ছে গ্রামের অনেক মানুষ এতে জড়িত ছিল। বর্তমানে গ্রামটি জনশূন্য; মানুষ এখান থেকে পালিয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই। পূর্ণিয়ার জেলাশাসক অংশুল কুমার মঙ্গলবার বলেন, এই ঘটনাটি ৬ জুলাই ঘটেছিল। রাতে ৫ জনকে মারধর করে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। গতকাল পুলিশ এবং প্রশাসন সমস্ত মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহের ময়নাতদন্ত এবং শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রায় ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৫০-২০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন নাবালক।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande