শ্রীনগর, ৯ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ-বিরতি লঙ্ঘন অব্যাহত রাখল পাকিস্তান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে একাধিক জায়গায় গোলাগুলি চালিয়েছে পাক সেনা। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরিতে সীমান্তের ওপার থেকে ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন আরও এক জন।
রাজেরওয়ানি থেকে বারামুল্লা যাওয়ার পথে মোহুরার কাছে একটি গাড়ি পাকিস্তানি গোলায় বিধ্বস্ত হয়। এই ঘটনায় রাজেরওয়ানি বাসিন্দা বশির খানের স্ত্রী নার্গিস বেগম নামে এক মহিলা নিহত হন। রাজেরওয়ানি বাসিন্দা হাফিজা নামে আরেক মহিলা আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য দ্রুত জিএমসি বারামুল্লায় নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পশ্চিম দিকের সীমান্ত বরাবর একাধিক জায়গায় রাতভর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে গিয়েছে পাকিস্তান। হামলার প্রতিটি চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ