নয়াদিল্লি, ৯ মে (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার সকালে সাউথ ব্লকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা প্রধানদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন সাউথ ব্লকে পরিস্থিতি পর্যালোচনা করছেন। উচ্চপর্যায়ের এই বৈঠকে সিডিএস জেনারেল অনিল চৌহান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং এবং প্রতিরক্ষা সচিব আর কে সিং উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ