মুম্বই, ৯ মে (হি.স.): ভারত পাক সীমান্তবর্তী এলাকায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আঁচ এসে পড়ল শেয়ার বাজারেও। শুক্রবার সপ্তাহের শেষে কাজের দিনে বাজার খুলতেই ৬৮০ পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। একই দশা নিফটিরও।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও পড়েছে ৫ শতাংশ। ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব দেখা গিয়েছে স্টকের সূচকেও। জম্মু ও কাশ্মীর সীমান্তের কাছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।
শুক্রবার সকালে বাজার খুলতেই সেনসেক্স ৭৯,৬৫৪.৭৩ পয়েন্টে এসে দাঁড়ায়। ৬৮০.০৮ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ কমে গিয়েছিল সেনসেক্স। নিফটিও ১৪১.৫০ পয়েন্ট পড়ে ২৪,১৩২.৩০ এসে দাঁড়ায়। শতাংশের হিসাবে ০.৫৮ শতাংশ হ্রাস পেয়েছে নিফটির সূচক। সকাল সাড়ে দশটা নাগাদ সেনসেক্স ৭৯,৬৩৬.৩৯ পয়েন্টে এবং নিফটি ২৪,০৩৯.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর পর সামান্য ওঠানামা করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত