শপথ নিলেন বিচারপতি বাগচী, শীর্ষ আদালতে কার্যকালের মেয়াদ ৬ বছর
নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সোমবার সকালে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষ আদালতে
শপথ নিলেন বিচারপতি বাগচী, শীর্ষ আদালতে কার্যকালের মেয়াদ ৬ বছর


নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সোমবার সকালে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও।

গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম শীর্ষ আদালতের জন্য সুপারিশ করে। গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে। শীর্ষ আদালতে তাঁর কার্যকালের মেয়াদ হবে ৬ বছরের। হিসাব অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande