নয়াদিল্লি, ৯ মে (হি.স.): ভারত পাক উত্তেজোনামূলক পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কারণে দিল্লি পুলিশ ইন্ডিয়া গেট খালি করে দিয়েছে। পুলিশ লোকজনকে তাদের বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।
এমনিতেই দিল্লিতে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষদেরও ভীষণ পছন্দের জায়গা এই ইন্ডিয়া গেট চত্বর। রাইসিনা হিলস থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, এই গোটা এলাকাটা যেমন দিল্লির হাই সিকিওরিটি জোন, তেমনই এই এলাকায় প্রচুর পর্যটক প্রায় প্রত্যেকদিন আসেন। থাকেন অনেকটা রাত পর্যন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে, পুলিশের তরফে ফাঁকা করে দেওয়া হচ্ছে এই চত্বর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ