ওয়াশিংটন ও নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, বৃহস্পতিবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলেছেন।
তিনি উভয় নেতাকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। রুবিও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজন। তিনি এও বলেন, এই ইস্যুটি দীর্ঘ কয়েক দশকের পুরনো। আলোচনা অত্যন্ত জরুরি, নীরবতা নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য