ফের হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার
মুম্বই, ১ এপ্রিল, (হি.স.): মঙ্গলবার শেয়ার বাজারের সব বেঞ্চমার্ক সূচকই নিম্নমুখী। বিশেষ করে ব্যাঙ্কিং এবং আইটি শেয়ারে সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার কারণেই বাজারের এই দশা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
share stock


মুম্বই, ১ এপ্রিল, (হি.স.): মঙ্গলবার শেয়ার বাজারের সব বেঞ্চমার্ক সূচকই নিম্নমুখী। বিশেষ করে ব্যাঙ্কিং এবং আইটি শেয়ারে সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার কারণেই বাজারের এই দশা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন বিএসই সেনসেক্সে ১,৪০০ পয়েন্টের বেশি পতন হয়। নেমে যায় ৭৬,১০০-এর নীচে। নিফটি ৫০ সূচক ২৩,২০০-এর নীচে নেমে আসে দুপুর ১:০৪ নাগাদ। আইসিআইসিআই সিকিউরিটিজের মতে, “মার্কিন সরকারের শুল্ক-সংক্রান্ত নীতিগত পরিবর্তনের কারণে ত্রৈমাসিকের শেষ তিন সপ্তাহ ধরে অনিশ্চয়তা চলছে। বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে এর প্রভাব পড়তে পারে।“

আইটি সেক্টরে সবচেয়ে বেশি পড়েছে ইনফোসিসের শেয়ার। ২.৮৬ শতাংশ কমে দাম ১,৫২৫ টাকায় নেমে এসেছে। তালিকায় এইচসিএল টেক, টিসিএস, ও টেক মাহিন্দ্রাও রয়েছে। এই সব শেয়ার ২.৪ শতাংশ পর্যন্ত কমেছে।

ব্যাঙ্কিং ক্ষেত্রেও বড় পতন দেখা গিয়েছে। এইচডিএফসি ও অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার ২.৩ শতাংশ পড়েছে। ব্যাঙ্কিং শেয়ারকে নিরাপদ বিনিয়োগ হিসাবে ধরা হচ্ছিল, কিন্তু বর্তমানে সেখানেই চূড়ান্ত টালমাটাল। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের মতে, ঋণের গুণগত মান সংক্রান্ত উদ্বেগ তুলনামূলকভাবে কম, কারণ অনিরাপদ ঋণ বিভাগে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে।

অন্যদিকে, বাজাজ ফাইন্যান্স ও বাজাজ ফিনসার্ভ ২ শতাংশ পর্যন্ত কমেছে। এছাড়া, সান ফার্মাও ১.৭৬ শতাংশ কমে ১,৭০৪ টাকায় নেমে এসে সেনসেক্সের অন্যতম দুর্বল ‘পারফর্মিং শেয়ারে’ পরিণত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande