নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): শিল্পপতিদের সুবিধার্থে ওয়াকফ বিল আনছে ক্ষমতাসীন দল। এমনটাই মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। বুধবার অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, এই বিল এনে আমাদের মূল বিষয়গুলি থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে শাসক দল।
ডিম্পল যাদবের আরও অভিযোগ, এই বিল থেকে সাধারণ মানুষ কিছুই লাভবান হবে না। গরীবরা এর থেকে কিছুই পাবে না। শাসক দল শিল্পপতিদের সুবিধার্থে এই বিল আনছে। এর আগে অখিলেশ যাদবও এই বিলের সমালোচনা করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ