ওয়াকফ বিল মুসলিমদের ওপর আঘাত নয় : রামদাস অঠাওয়ালে
নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীরা বিভ্রান্ত করছে, এমনটাই অভিযোগ করেছেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান রামদাস অঠাওয়ালে। বৃহস্পতিবার তিনি বলেছেন, আমি মনে করি বিরোধীরা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে এবং এই বিলটি ম
রামদাস অঠাওয়ালে


নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীরা বিভ্রান্ত করছে, এমনটাই অভিযোগ করেছেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান রামদাস অঠাওয়ালে। বৃহস্পতিবার তিনি বলেছেন, আমি মনে করি বিরোধীরা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে এবং এই বিলটি মুসলমানদের উপর আক্রমণ নয়। বিলটি লোকসভায় ২৮৮ ভোটে পাস হয়েছে।

রামদাস আরও বলেছেন, আজ বিলটি রাজ্যসভায় পেশ করা হবে এবং আমিও এটি নিয়ে কথা বলব। আমার দল বিলটিকে সম্পূর্ণ সমর্থন করে। এটি রাজ্যসভায় পাস হবে। এটি মুসলিমদের জন্য প্রধানমন্ত্রীর নেওয়া একটি বৈপ্লবিক পদক্ষেপ। আমি এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande