নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): এলএসি ও আমেরিকার চাপানো শুল্ক ইস্যুতে লোকসভায় সরব হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। রাহুলের প্রশ্ন, আমাদের জমি ও শুল্কের বিষয়ে ভারত সরকার কী করছে? রাহুল গান্ধী বৃহস্পতিবার লোকসভায় বলেছেন, স্থিতাবস্থা (এলএসি) থাকা উচিত এবং আমাদের জমি ফিরে পাওয়া উচিত। আমার মতে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি চিনাদের কাছে চিঠি লিখেছেন। আমরা আমাদের নিজেদের জনগণের কাছ থেকে নয়, বরং চিনা রাষ্ট্রদূতের কাছ থেকে এটি জানতে পারছি। অন্যদিকে, আমাদের বন্ধু আমাদের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এটি আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ