ব্যাঙ্কক পৌঁছলেন প্রধানমন্ত্রী, জমকালো স্বাগত জানালেন প্রবাসী ভারতীয়রা
ব্যাঙ্কক ও নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ব্যাঙ্কক পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে কয়েক ঘণ্টার বিমান সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী ৪ এপ্রিল, শুক্রবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ
ব্যাঙ্কক পৌঁছলেন প্রধানমন্ত্রী, জমকালো স্বাগত জানালেন প্রবাসী ভারতীয়রা


ব্যাঙ্কক ও নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ব্যাঙ্কক পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে কয়েক ঘণ্টার বিমান সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী ৪ এপ্রিল, শুক্রবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এটি হচ্ছে প্রধানমন্ত্রীর তৃতীয় থাইল্যান্ড সফর।

বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদীকে জমকালো স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। এই আপ্যায়নে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি ব্যাঙ্ককে পৌঁছনোর পর এক্স মাধ্যমে জানিয়েছেন, থাইল্যান্ডের ব্যাঙ্ককে পৌঁছেছি। আসন্ন সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ভারত ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতার বন্ধন আরও জোরদার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande