নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিলের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনায় গৌরব বলেছেন, এখন তাঁদের (কেন্দ্রীয় সরকার) নজর একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জমির উপর। আগামীকাল তাঁদের নজর সমাজের অন্যান্য সংখ্যালঘুদের জমির উপর থাকবে।
তিনি আরও বলেন, তাঁরা (সরকার) বিভ্রান্তি ছড়াতে চায় যে, বর্তমান আইনটি নারীদের বিরুদ্ধে, বর্তমানে নারীরা কোনও ভূমিকা পাচ্ছে না। এই সমস্ত বিধান ইতিমধ্যেই আইনে রয়েছে, তা বিধবাদের সুরক্ষা হোক বা নারীদের আরও সাহায্য দেওয়া হোক। তারা সংস্কারের কথা বলে, কিন্তু তারা যে রাজস্ব আসার কথা ছিল তা কমিয়ে দিয়েছে, কেন তারা তা কমিয়েছে? আপনারা কি চান না যে ওয়াকফ বোর্ড আরও ভালোভাবে কাজ করুক? কেন তারা রাজস্ব ৭% থেকে ৫% কমিয়েছে? আমাদের পরামর্শ হল, এটি কমানোর পরিবর্তে, আপনার এই রাজস্ব ৭% থেকে বাড়িয়ে ১১% করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ