গুয়াহাটি, ১ এপ্রিল (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্ৰ করছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। ভারতের সাতবোনের উত্তর-পূর্বাঞ্চল দখল করতে চিনকে প্ৰরোচিত করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মুহাম্মদ ইউনূসের বিতৰ্কিত মন্তব্যকে ভারত যদিও পাত্তা দিচ্ছে না, তবু ড. ইউনূসের এই স্থিতিকে ক্ষমার অযোগ্য অপরাধ আখ্যা দিয়ে সতর্ক করেছেন অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা।
সম্প্রতি চার দিনের চিন সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বৰ্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর চূড়ান্ত ভারত বিদ্বেষী অবস্থান প্রকট করেছেন। চিনে গিয়ে তিনি সাতবোনখ্যাত উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যকে বাংলাদেশের ভূমি বলে দাবি করেছিলেন ড. ইউনূস। বঙ্গোপসাগরের সঙ্গে ভারতের এই ভূখণ্ডের কোনও সম্পৰ্ক নেই বলেও আপত্তিজনক মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে বঙ্গোপসাগরের একমাত্র রক্ষক বলেও দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, চিনের অৰ্থনীতির সম্প্ৰসারণ ঘটাতে হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য দখল করে চিনের সীমা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত করতেও আহ্বান জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।
তাঁর দাবি, ভারতের অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য যদি চিন দখল করে, তা-হলে উত্তরপূর্বের ভূমি দিয়ে বাংলাদেশ হয়ে সরাসরি বঙ্গোপসাগর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অনায়াসে বাণিজ্য প্ৰসার করতে পারবে চিন।
এদিকে মুহাম্মদ ইউনূসের এই উদ্ভট দাবির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে মুহাম্মদ ইউনূসের নিন্দা করে তাঁকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। ভারতের নিরাপত্তা এবং সাৰ্বভৌমত্ব রক্ষার জন্য চিকেন নেক করিডোরকে আরও সুরক্ষিত করতে সেখানে আন্ডারগ্ৰাউন্ড সড়কপথ, রেলপথ নিৰ্মাণের দাবি তুলেছেন মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা। পাশাপাশি চিকেন নেককে বাইপাস করে ভুটান হয়ে বিকল্প পথের সন্ধান করা অতি প্ৰয়োজনীয় বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা। ভারতের দিকে নজর দিলে ফল ভুগতে হবে মুহাম্মদ ইউনূসের, সতর্কবার্তা মুখ্যমন্ত্রী ড. শৰ্মার।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস