অযোধ্যা, ১ এপ্রিল (হি.স.): আগামী ৬ এপ্রিল রামনবমী, তার আগে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠছে অযোধ্যার রামমন্দর। ভক্তদের সুবিধার্থেও নেওয়া হচ্ছে একগুচ্ছ ব্যবস্থা। আসন্ন রামনবমী উদযাপনের প্রস্তুতি হিসেবে অযোধ্যার রাম মন্দিরকে প্রাণবন্ত রঙ ও আলো দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হচ্ছে, ভক্তদের জন্য একটি মসৃণ এবং আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কোনও ভিআইপি পাস জারি করা হবে না।
জমকালো সাজসজ্জা:
ভক্তদের যাতায়াতের সুবিধার্থে মন্দির প্রাঙ্গণটি উজ্জ্বল আলো এবং জন্মভূমি পথে লাল গালিচা দিয়ে সজ্জিত করা হচ্ছে।
ভক্তদের জন্য স্বাচ্ছন্দ্য:
শ্রীঙ্গারহাট থেকে রামপথের ৩ নম্বর গেট পর্যন্ত নিয়মিত জল ছিটানো হবে এবং ধর্মপথ বরাবর ছায়াযুক্ত অস্থায়ী শিবির স্থাপন করা হবে, ২৪৩টি স্থানে পানীয় জলের সুবিধা থাকবে।
স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন:
অযোধ্যা পৌর কর্পোরেশন শহরজুড়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য প্রচেষ্টা জোরদার করেছে, ৩৪টি মোবাইল ইউনিট-সহ অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা:
ভক্তদের বিশাল আগমনের প্রত্যাশায়, উত্তর প্রদেশ সরকার শহর এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করছে।
সূর্য তিলক অনুষ্ঠান:
মন্দির ট্রাস্ট সূর্য তিলক অনুষ্ঠানের জন্য বিশেষ ব্যবস্থা করেছে, যেখানে রাম নবমীর সময় একটি নির্দিষ্ট সময়ে সূর্যের আলো রামলালার কপালে আলোকিত করবে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ