মীরপুর, ১৫ এপ্রিল(হি.স.): ভারত চলতি বছরের আগস্টে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে। খেলবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলি হবে মীরপুর এবং চট্টগ্রামে। সিরিজ শুরু হবে ১৭ আগস্ট, শেষ হবে ৩১ আগস্ট। মঙ্গলবার ম্যাচের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সময়সূচি:
ওডিআই সিরিজ:
১ম ওয়ানডে –
১৭ আগস্ট, রবিবার – এসবিএনসিএস, মিরপুর।
২য় ওডিআই -
২০ আগস্ট, বুধবার - এসবিএনসিএস, মিরপুর।
৩য় ওয়ানডে –
২৩ আগস্ট, শনিবার – বিএসএসএফএলএমআরসিএস, চট্টগ্রাম।
টি২০ আই সিরিজ:
১ম টি-টোয়েন্টি –
২৬ আগস্ট, মঙ্গলবার – বিএসএসএফএলএমআরসিএস, চট্টগ্রাম।
২য় টি-টোয়েন্টি –
২৯ আগস্ট, শুক্রবার – এসবিএনসিএস, মিরপুর।
৩য় টি-টোয়েন্টি –
৩১ আগস্ট, রবিবার – এসবিএনসিএস, মিরপুর।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি