বুলধানা, ১৫ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের বুলধানা জেলায় ইটবোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার সকালে বুলধানা জেলার ৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় চারজন নিহত এবং দশজন গুরুতর আহত হয়েছেন। সকাল ৯টা নাগাদ মধ্যপ্রদেশ রাজ্য পরিবহনের একটি বাসের সঙ্গে ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ