মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ, মন্তব্য শুভেন্দু অধিকারীর
তমলুক, ১৫ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ, সেখানে হিন্দুদের টার্গেট করা হচ্ছে। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে
শুভেন্দু অধিকারী


তমলুক, ১৫ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ, সেখানে হিন্দুদের টার্গেট করা হচ্ছে। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে তমলুকে একটি মন্দিরে পুজো দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মন্দিরে পুজো দেওয়ার পর শুভেন্দু বলেছেন, আজ নতুন বছরের প্রথম দিন এবং আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে এলাম। এটি বাড়িতে নিয়ে যাচ্ছি। মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ। একজন হিন্দু বাবা ও ছেলেকে হত্যা করা হয়েছে, তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। হিন্দুদের নিশানা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande