নদিয়া, ১৫ এপ্রিল (হি.স.): বাংলা নববর্ষের প্রথম দিনে ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন তিনজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর এলাকায়। মঙ্গলবার বেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান দু’জন। পরে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর মাজদিয়া রুটের ভীমপুর থানার কুলগাছি এলাকায়। কুলগাছি ঝাওতালা এলাকার রাস্তায় মাজদিয়ার থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। উলটো দিক থেকে একটি ইঞ্জিন ভ্যান যাত্রীদের নিয়ে আসছিল। চালক-সহ তিনজন ওই ভ্যানটিতে ছিলেন। বাস ও ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ইঞ্জিন ভ্যানের চালক ও যাত্রীরা দূরে ছিটকে যান। রাস্তার উপরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তাঁরা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন মারা গিয়েছেন। বাকি দু’জনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আরও এক ব্যক্তিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ