এটিএমে বেশি সময় লাগা নিয়ে তর্ক, কামড়ে রক্তারক্তি
হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): এটিএম কিয়স্কে বাংলার নতুন বছরে রক্তারক্তি কাণ্ড। কেন এটিএমে বেশি সময় লাগছে— তা নিয়ে দুই ব্যক্তির মধ্যে শুরু হয় তর্কাতর্কি। বিবাদ চলার সময়েই এক ব্যক্তি অপর ব্যক্তির হাত কামড়ে দেন বলে অভিযোগ। কামড়ের জেরে গলগল করে রক্ত বেরোতে থ
এটিএমে বেশি সময় লাগা নিয়ে তর্ক, কামড়ে রক্তারক্তি


হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): এটিএম কিয়স্কে বাংলার নতুন বছরে রক্তারক্তি কাণ্ড। কেন এটিএমে বেশি সময় লাগছে— তা নিয়ে দুই ব্যক্তির মধ্যে শুরু হয় তর্কাতর্কি। বিবাদ চলার সময়েই এক ব্যক্তি অপর ব্যক্তির হাত কামড়ে দেন বলে অভিযোগ। কামড়ের জেরে গলগল করে রক্ত বেরোতে থাকে হাতের তালু থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার খাদিনামোড় এলাকায়।

জানা গিয়েছে, এসবিআই-এর একটি এটিএম কিয়স্কে নববর্ষের সকালে স্থানীয় এক ব্যক্তি ছ’টি পাশবই নিয়ে গিয়েছিলেন আপডেট করানোর জন্য। এক এক করে তিনি পাশ বই আপডেট করছিলেন। সময় লাগছে দেখে এটিএমের বাইরে অপেক্ষমান এক গ্রাহক বিরক্ত হন বলে অভিযোগ। তাঁর তাড়া থাকায় কাউন্টারের ভিতরে থাকা ব্যক্তিকে আগে ছেড়ে দিতে বলেন। আর সেই থেকেই শুরু হয় বচসা। এরপর তর্কাতর্কি, হাতাহাতি। তারপর হাতে কামড়ে রক্তপাত।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande